সোমবার ৮ জুলাই, ২০২৪


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বড়দিনের আগেই সাঁতরাগাছি সেতু খুলে দেওয়া হবে। রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুতে মেরামতির কাজ শুরু হয়েছে। কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতা। সে কারণে সেতুতে চলছে যান নিয়ন্ত্রণও। ফলস্বরূপ যানজট দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন মানুষজন।
রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন, শীতের মরসুম মানেই হরেক রকম উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতা আসেন দর্শনীয় জায়গায় দেখতে। তঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পূর্ত মন্ত্রীর আশ্বাস, আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সেতু।
আরও পড়ুন:

গালওয়ানের পর এ বার অরুণাচলের তাওয়াঙে, গভীর রাতে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ!

ডায়াবিটিস ধরা পড়েছে? হার্ট ভালো রাখতে রোজের রান্নায় কোন তেল কতটা ব্যবহার করবেন? দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, সেতু মেরামতির জন্য গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। এর জন্য সেতুতে চলছে যান নিয়ন্ত্রণও। সেতুর ৪০টি এক্সপানশন জয়েন্ট একেবারে নতুন করে বসানোর কাজ চলছে। এই মুহূর্তে রাতে সেতুতে যান চলাচল বন্ধ। ঠিক ছিল সেতু মেরামতির কাজ হবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: হাড়ের সমস্যায় ভুগছেন? কী ভাবে নেবেন যত্ন? হাড় মজবুত রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় এই সব বদল আনুন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

যদিও পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন, এখন শীতের মরসুম। সবাই ছুটির মেজাজে। এ সময় অনেকই বিভন্ন জায়গায় বেড়াতে যান। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এখন রাস্তায় বেরিয়ে যেন কেউই কোনও রকম সমস্যা না পড়তে হয়। তাই বড়দিনের আগেই সাঁতরাগাছি সেতু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Skip to content