শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

সল্টলেকের যুবকের অস্বাভাবিক মৃত্যু। তাঁর দেহ গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁর সঙ্গী তরুণীকে পাওয়া গিয়েছে। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফই ব্লকের এক অতিথিশালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম রনি দত্ত। পুরুলিয়ার বাসিন্দা। বান্ধবীর সঙ্গে কয়েক মাস ধরেই ওই অতিথিশালায় থাকছিলেন। অতিথিশালার কর্মীরা বুধবার মধ্যরাতে আচমকা চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে। আর সংজ্ঞাহীন বান্ধবীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:

টেটে বসার যোগ্যতামানে ফের পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি পর্ষদের

শাশ্বতী রামায়ণী, পর্ব ২২: সত্যের শৃঙ্খলে বন্দি রাজা দশর

পুলিশ দরজা খুলে দেখতে পায়, যুবক দেহ ঝুলছে ফাঁস লাগানো অবস্থায়। আর তাঁর বান্ধবী বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন তরুণী সুস্থ হলে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

Skip to content