মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


দুটি মামলার একটিতেও জামিন পেলেন না রোদ্দূর রায়। মঙ্গলবার ইউটিউবারের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে জোড়া মামলার শুনানি ছিল। দুটি মামলার একটি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্যটি মামলায় রোদ্দূরকে সোমবার পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার কথা বলা হয়েছে। দু’টি আলাদা এজলাসে রোদ্দূরের মামলার শুনানি হয়। প্রথম আদালত দু’টি মামলার নির্দেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও পরে জানান হয়, এখন রোদ্দূর রায় পুলিশি হেফাজতেই থাকবেন। ফলে বিতর্কিত ইউটিউবার রোদ্দূর রায়কে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হচ্ছে।

Skip to content