রিমা সিংহ
পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর এক সদস্যের গুলিতে শুক্রবার মৃত্যু হয়েছে রিমা সিংহ (২৮) নামে এক তরুণীর। রিমা পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা। দাশনগরের বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
কয়েকমাস বাদে প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা হয়েছিল। শুক্রবার রিমার বাড়িতে দেখা করতেও যান হবু স্বামী প্রবীর। কিছুক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানায় গুলিতে মৃত্যু হয়েছে রিমার। এই খবর রিমার বাড়িতে পৌঁছনো মাত্র শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
রিমার মা জানান, রিমা এ ভাবে চলে যাবে তা কল্পনাও করতে পারিনি’। বেলা ১২টা নাগাদ ও বাড়ি থেকে বেরোয়। জানতে চাইলাম তুই কখন ফিরবি? ও উত্তরে বলেছিল, সন্ধ্যে নাগাদ ফিরে আসব। তার কিছুক্ষণের পরই আমাকে বাড়িওয়ালা ডেকে জানান, পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য চোডুপ লেপচারের গুলিতে মৃত্যু হয়েছে রিমার।
কয়েকমাস বাদে প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা হয়েছিল। শুক্রবার রিমার বাড়িতে দেখা করতেও যান হবু স্বামী প্রবীর। কিছুক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানায় গুলিতে মৃত্যু হয়েছে রিমার। এই খবর রিমার বাড়িতে পৌঁছনো মাত্র শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
রিমার মা জানান, রিমা এ ভাবে চলে যাবে তা কল্পনাও করতে পারিনি’। বেলা ১২টা নাগাদ ও বাড়ি থেকে বেরোয়। জানতে চাইলাম তুই কখন ফিরবি? ও উত্তরে বলেছিল, সন্ধ্যে নাগাদ ফিরে আসব। তার কিছুক্ষণের পরই আমাকে বাড়িওয়ালা ডেকে জানান, পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য চোডুপ লেপচারের গুলিতে মৃত্যু হয়েছে রিমার।