ছবি: প্রতীকী।
ক্রমশ তাপমাত্রা বাড়ছে। সঙ্গে ভ্যাপসা গরমও মালুম দিচ্ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চলতি সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়ও বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে কি আবার তাপমাত্রা কমতে পারে? যদিও আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে ২১ বা ২২ ডিগ্রিতে নামতে পারে।
আলিপুর হাওয়া দফতরের রিপোর্ট বলছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ছুটে আসছে। এর প্রভাবেই রাজ্যের বেশ কিছু জেলায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের অন্য জেলাতেও হালকা বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
রণবীর-দীপিকার সুখবর! অভিনেত্রী কত মাসের অন্তঃসত্ত্বা?
লিপস্টিক পরলেই ঘেঁটে যায়? পুজোর আগে সমস্যার সমাধান করুন এই তিনটি উপায়ে
বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে মালদহ, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আবহাওয়া দফতর ঝড়বৃষ্টির সময় সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেছে। এই বৃষ্টির জেরে ফসলের ক্ষতি হতে পারে হাওয়া দফতর জানিয়েছে। তবে তাপমাত্রা কমবে না।