বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। এর জেরে শহরের বিভিন্ন জায়গায় যানজট দেখা দিয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ার জন্য ট্র্যাফিক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন কলকাতায় এ ভাবেই বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা। মূলত বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে। আবার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেও বিক্ষিপ্ত ভাবে বর্ষণ হচ্ছে। তবে এখনই শরের পারদের তেমন পার্থক্য হবে না বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল: অফিসপাড়ার ক্যান্টিন ডেকার্স লেনে কোলাহল

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৮: রাজবাড়িই রাজনগরের নারীর উন্মুক্ত আকাশ

হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতায় মোট ৪২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সন্ধে নাগাদও বৃষ্টি হতে পারে। এদিকে ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ক্যামাক স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, ডিএইচ রোড, বর্ধমান রোড, আলিপুর রোড এবং থিয়েটার রোডে জল জমেছে। ফলে চলাচলে সমস্যা হচ্ছে। গাড়ি ধীরে গতিতে চলছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৫: টনিক খাওয়া শরীরের পক্ষে ভালো?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৭: একটার পর একটা রেস্তরাঁয় ফোন করে জানতে পারলাম ৫ মাইল দূরে একটি খোলা আছে

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জন্য বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী রবিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় রবিবার ভারী বর্ষণ হতে পারে। স্থলভাগের দিকে ঘূর্ণাবর্ত এগিয়ে আসার জন্যে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই।

Skip to content