সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা এবং জেলায় শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে। অফিস টাইমে টানা বর্ষণের জেরে ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। অনেক জায়গায় রাস্তায় অল্প জলও জমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বর্ষণ চলবে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিমাণ হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে। অন্য জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রিভিউ: নতুন থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোলো’—সিজন-১ ষোলো কলা পূর্ণ করেছে

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

বৃহস্পতিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সন্ধ্যার পরেও বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশে রাতেও ভালোই বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কিছুটা কমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন পারদ ২৬.১ ডিগ্রি ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

Skip to content