রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

অবশেষে বৃষ্টি শুরু। কলকাতায় সোমবার দুপুরে নামল বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি চলছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টি হয়েছে। দিঘায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সোমবার বৃষ্টিতে ভিজেছে মহিষাদল, নন্দকুমার-সহ বিভিন্ন জায়গা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিংয়েও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনাতেও।
হাওয়া অফিস আগেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল। যদিও রবিবার শহরে হালকা বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও কলকাতায় আকাশ ছিল রোদ ঝলমলে। তবে দুপুর ১২টার পর শহরের আকাশে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। তার পরই বৃষ্টি নেমেছে।
আরও পড়ুন:

হজমশক্তি বাড়াতে রোজ কী ভাবে হলুদ খাবেন, সবথেকে বেশি উপকার পাবেন

বিধানে বেদ-আয়ুর্বেদ: প্রচণ্ড গরমে নাজেহাল? ঘরে বসেই আয়ুর্বেদ অনুসারে ভালো থাকুন

এদিকে, হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর। উত্তরের সব জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

ডায়াবিটিসে ভুগলে অনিদ্রাও দেখা যায়, কোন পথে সমাধান?

ডায়েট ফটাফট: ডাবের জলের এই গুণগুলির কথা জানতেন?

আগামী ৩ দিনে তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Skip to content