ছবি: প্রতীকী।
কলকাতায় বৃষ্টির জেরে সেই অস্বস্তিকর দহনজ্বালা উধাও। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা নেমেছে। গত সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ দহনজ্বালায় পুড়ছিল। এক সপ্তাহের মধ্যে অনেকটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এদিক আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় আজ মঙ্গলবারও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার এখনও পর্যন্ত স্বস্তিদায়ক আবহাওয়া। ভোরের দিকে ঠান্ডাভাবও ছিল। কোনও কোনও এলাকায় ফ্যানও চালাতে হয়নি। তবে এখনও পর্যন্ত শহরের আকাশ রোদ ঝলমলে। বেলা বাড়লেও অস্বস্তিকর অবস্থা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। কলকাতায় সোমবার বৃষ্টির পর বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। সোমবার মহানগরের সর্বোচ্চ পারদ ছিল ৩২.১ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি কম। আজ মঙ্গলবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কলকাতার গত সপ্তাহে এমন সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! কম্পনের মাত্রা ছিল ৭.৩
মান-অভিমান ভুলে এক হতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা!
হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, এখনই আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী ৩ দিন তাপমাত্রার পারদেরও তেমন একটা পরিবর্তন হবে না। যদিও ৩ দিনের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন:
কলকাতায় সলমন, ইস্টবেঙ্গল ক্লাবে ১৩ মে জমজমাট শো! কবে, কোথায়, কী ভাবে টিকিট পাবেন?
সকালে নাকি সন্ধ্যায়, ঠিক কোন সময়ে ব্যায়াম করলে সর্বাধিক সুফল মিলবে?
আবহাওয়া দফতর মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। শুধু বৃষ্টি নয়, দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরের সব জেলায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।