ছবি প্রতীকী।
রাজ্যে আবার বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস জারি করেছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে।lose
হাওয়া দফতর এও জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস ঝড়বৃষ্টির সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। কিছু দিন আগেও ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছিল। গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন আমজনতা। যদিও তার পরে বৃষ্টি উধাও হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রার পারদও বাড়তে থাকে।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: মাথা ঘোরা, সর্দি-জ্বর বা পা মচকানোকে ইংরেজিতে কী বলে?
পঞ্চমে মেলোডি, পর্ব-৪: পঞ্চমকে সিনেমা হলে বসিয়েই বেরিয়ে যান রীতা
রবিবার কলকাতায় সকাল থেকেই গুমোট ভাবের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রোদের তাপমাত্রাও। বিকেলেও অস্বস্তি ভাব বজায় রয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনও সতর্কতা জারি করেনি হাওয়া দফতর।
আরও পড়ুন:
বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? চটজলদি সমাধান পান এই সব ঘরোয়া উপায়েই
হাঁচি থামছেই না? রইল থামানোর টোটকা
যদিও সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী দিন পাঁচেক তাপমাত্রার পারদের তেমন কোনও পরিবর্তন হবে না।