বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

ফের উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির আশঙ্কা। শুক্রবার থেকেই বর্ষণ শুরু হতে পারে। তবে শুধু উত্তরে নয়, শুক্রবার হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলাতেও।

উত্তর এবং দক্ষিণের এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে। মাঝে দু’দিনের বিরতির পরে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। হাওয়া অফিস জানিয়েছে, প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে ছত্তীসগঢ় পর্যন্ত মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। তাই উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিঙের কিছু জায়গায়।
আরও পড়ুন:

আপনার হাতে ‘এম’ চিহ্ন আছে না কি! তাহলে কিন্তু আপনি সবার থেকে অনেক আলাদা

‘পুষ্পা’ তাঁকে দিয়েছে জাতীয় পরিচিতি, এবার ‘স্বামী স্বামী’ গানেই আর ভালো লাগছে না রশ্মিকার! কেন?

শনিবারও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার থেকে উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে।

শুক্রবার দক্ষিণের ছ’জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণের জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ার, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু এলাকায়।

Skip to content