রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাংলা জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে এর মধ্যেই রবিবার চার জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। যদিও বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। তবে এর ফলে তাপমাত্রার পারদের তেমন পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। একটি অক্ষরেখা ওড়িশার উপর বিস্তৃত হয়ে রয়েছে। এর প্রভাবে হতে পারে বৃষ্টি। যদিও বৃষ্টির জন্য তাপমাত্রা কমবে না।
আরও পড়ুন:

কুড়মিদের অবরোধ উঠল পুরুলিয়ায়, খেমাশুলিতে বনধ চলছেই, চরম বিপাকে রেলযাত্রীরা

টিকায় আটকে দেওয়া যাবে ক্যানসার, হৃদ্‌রোগ! এই প্রতিষেধক কবে থেকে পাওয়া যাবে?

হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী পাঁচ দিনে ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকবে। তাপমাত্রার পারদ আসতে আসতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে হাওয়া অফিস মনে করছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬: পঞ্চম-সভার তিন রত্ন বাসু-মনোহারী-মারুতি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫০: ‘ফিশ পাস’ পুরোদমে চালু হলে ইলিশের প্রজনন বাধাহীনভাবে সম্ভবপর হবে

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী সপ্তাহে দিনের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এখনই আর বৃষ্টির কোনও সম্ভাবনা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। উত্তরেও এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই। জেলাগুলিতেও দহন জ্বালা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

Skip to content