সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টি হতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি, কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘলা থাকবে। কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ স্বাভাবিকের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি কাছাকাছি।
বৃহস্পতিবার স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা কমই। যদিও শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন:

সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে আগামী ২ মে থেকে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আপনি কি কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? সুস্থ থাকতে এই পাঁচটি ফল খেতে পারেন

শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারেঝোড়ো হাওয়া।
আরও পড়ুন:

কলকাতায় সলমন, ইস্টবেঙ্গল ক্লাবে ১৩ মে জমজমাট শো! কবে, কোথায়, কী ভাবে টিকিট পাবেন?

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

শুধু দক্ষিণে নয়, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমে আসতে পারে।

Skip to content