শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

দহনজ্বালায় জ্বলছে রাজ্য। যদিও এমন পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আটটি জেলা হল—দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া এবং বাঁকুড়া।
এ প্রসঙ্গে আবহবিদরা জানিয়েছেন, মূলত আর্দ্রতা মেশানো দখিনা বাতাস এবং পশ্চিমি ঝঞ্ঝার জন্যে ওই আট জেলায় বর্ষণ হতে পারে। বৃষ্টি হবে শনি এবং রবিবার। যদিও হাওয়া দফতর এও জানিয়েছে, এই দু’ দিন আট জেলায় বৃষ্টি হলেও এখনই স্বস্তি ফিরবে না। কারণ আগামী সোমবার ২৪ এপ্রিল থেকে এই জেলাগুলিতে আবার তীব্র গরম পড়তে পারে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

ওই আট জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টিতে ভিজতে পারে। দুই জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙ ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

উল্লেখ্য, কয়েক দিন ধরে তাপপ্রবাহের কারণে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এখনও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে। পূর্বাভাসে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই পাঁচ জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এই সব জেলায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে বলেই এই পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হওয়ায় এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। যদিও আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।

Skip to content