শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বেশি দেরি নেই, কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তার পরই কলকাতা দহনজ্বালা থেকে স্বস্তি পেতে পারে। মহানগরে বিকেলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার সকাল থেকে শহরের আকাশে মেঘের আনাগোনা। কখনও চড়া রোদ, কখনও মেঘলা আকাশ। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছিল, আজ শুক্রবারের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আর আগামী রবি এবং সোমবার কলকাতায় ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। যদিও কলকাতা পূর্বাভাসের আগেই শুক্রবারই বৃষ্টিতে ভিজতে চলেছে। তবে শুধু কলকাতা নয়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে।
আরও পড়ুন:

অমৃতলোকের পথে অধ্যাপক শ্রী অমরকুমার চট্টোপাধ্যায়

তিলোত্তমার মুকুটে নয়া পালক! নিউ ইয়র্ক, লন্ডন, টোকিয়োর সঙ্গে জোর টক্কর, ধনী শহরের তকমা পেল কলকাতা

একটানা তীব্র গরমে জেরবার হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় তাপপ্রবাহ চলছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল কলকাতাতেই। এই দাবদাহ থেকে মুক্তি পেতে সবাই এখন বৃষ্টির অপেক্ষায়। শেষমেশ আবহাওয়া দফতর শুক্রবারই সেই স্বস্তির বার্তা দিল। হাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। কোনও কোনও এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

ডায়াবিটিসে আক্রান্ত? চায়ের সঙ্গে ঠিক কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে, জানাচ্ছে গবেষণা

ইংলিশ টিংলিশ: ‘be verb’ এবং ‘have verb’ এর ব্যবহার জানেন? সহজ উপায়ে শিখে নিতে ভিডিয়ো ক্লিপটি দেখুন

অফিস জানিয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ ও কোচবিহারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি বিস্তৃত রয়েছে একেবারে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর অবধি। এই জোড়া কারণে শুক্রবার বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Skip to content