বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


৯৫ বছরের প্রাচীন ‘রবিবাসর’-এর শীতকালীন অধিবেশন বসেছিল গত ১৪ জনুয়ারি রবিবার সন্ধ্যায় বিশিষ্ট অধ্যাপক-অভিনেতা ড. শঙ্কর ঘোষের শ্রীভূমির বাড়িতে। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন ড. পিনাকেশ সরকার, ড. মমতা রায় ও অভিযান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন সংগীতে ছিলেন রিজু রায়। এ বারের অনুষ্ঠানের বিষয় ছিল, ‘জন্মের দ্বিশতবর্ষে মধুসূদন দত্ত’।
অনুষ্ঠানের প্রধান বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. পিনাকেশ সরকার। তাঁর বক্তব্য ছিল তথ্যসমৃদ্ধ। মধুসূদনের প্রথমা স্ত্রী রেবেকাকে নিয়ে ‘প্রিয়তমাসু’ একক অভিনয়ে মুগ্ধ করলেন ড. মীনাক্ষী সিংহ। মধুসূদনের কবিতায় সুর দিয়ে গান শোনালেন ড. শঙ্কর ঘোষ। সভ্যসভ্যাদের মধ্যে গানে, কবিতায়, বক্তব্যে অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য করে তুলেছিলেন ড. শেলী ভট্টাচার্য, ড. কুমকুম চট্টোপাধ্যায় ড. স্বস্তি মণ্ডল, দীপান্বিতা সেন, অপর্ণা ঘোষ বিশ্বাস, উপমা রায়শর্মা, কৃতি দাস এবং ড. কৃষ্ণপদ দাস ও সুস্মিতা দাস।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩০: গিরীশচন্দ্রের মা সারদা

উত্তম কথাচিত্র, পর্ব-৬০: নতুন পথে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত

মজার শ্রুতি নাটক পরিবেশন করলেন দিব্যেন্দু রায় ও পারমিতা রায়। সভানেত্রীর আসন অলংকৃত করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মমতা রায়। অধিবেশনের সামগ্রিক মূল্যায়ন করলেন তাঁর বক্তব্যে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন ‘রবিবাসর’ সম্পাদক অভিযান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অধ্যাপিকা ড. সুজাতা ঘোষ।

Skip to content