রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ‘প্যান্ডেল হপিং’ পছন্দ নয়? একটু দূরে থেকেই শহরের পুজো দেখতে চান? তাহলে ভালো খবর। রাজ্য পর্যটন দফতর, তাঁদের কথা মাথায় রেখে বিশেষ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে। বিলাসবহুল দোতলা বাসে করে মাত্র ৫০ টাকাতেই দিনভর ঘোরার সুযোগ পাওয়া যাবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা পাওয়া যাবে। পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ২৭ সেপ্টেম্বর বিলাসবহুল দোতলা বাসগুলির অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পর ওই দোতলা বাসগুলি শহরের রাজপথে বেরোবে।
বাসগুলি অনেকটা জাহাজের মতো দেখতে! চতুর্দিক রেলিং দিয়ে ঘেরা। মাথার উপর খোলা আকাশ। বাসে ওই খোলা ছাদে মোট ১২টি আসন রয়েছে। রোদ এবং বৃষ্টির জন্য থাকবে ছাতার ব্যবস্থা। অনেকটা জলযান ক্রুজের মতো। বাসের ভিতরে ১৪টি আসন রয়েছে। সেখানেও যাত্রীরা বসতে পারবেন। এই বাসে দাঁড়িয়ে থাকার কোনও বন্দোবস্ত নেই।
আরও পড়ুন:

পুজোর ছুটিতে সপরিবারে ঘুরতে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখবেন? রইল ডাক্তারবাবুর জরুরি পরামর্শ

বাংলাদেশের করতোয়া নদীতে নৌকাডুবি, আট শিশু-সহ মৃত অন্তত ২৪ জন, নিখোঁজ বহু

কলকাতার রাস্তায় রাস্তায় এই বাস সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঘুরে বেড়াবে। রবীন্দ্রসদনের পার্শ্ববর্তী ক্যাথিড্রাল রোড থেকে বাসগুলি ছাড়বে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, সিআর অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে বাস থামবে। সারাদিন দুটি বিলাসবহুল বাস যাতায়াত করবে। এমন ভাবে যাত্রাপথ সাজানো হয়েছে, যাতে শহরের অধিকাংশ দ্রষ্টব্য স্থানই দেখা যায়। পুজোয় ঝাঁ চকচকে দোতলা বাসে বসে মাত্র ৫০ টাকাতে এমন আরামদায়ক সফরের ব্যবস্থা করছে ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

Skip to content