শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বর্ষা শুরু হয়ে গেল? এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। তার জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তাই উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহবিদেরা সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিকে প্রাক বর্ষা পরিস্থিতি বলছেন। বৃষ্টি আগামী কয়েক দিন একাধিক জেলায় চলবে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। হাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েক দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।
সোমবার বেলার দিকে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তবে রাজ্যের পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী বায়ু টানা ৬ দিন একই অবস্থান করছিল। কিন্তু সোমবার সেই মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। উত্তরবঙ্গে ১২ জুন বর্ষা প্রবেশ করেছে। এখন মালদার উপরে অবস্থান। আবহাওয়াবিদরা মনে করছেন ১৯ থেকে ২২ জুনের মধ্যে আবার মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে।
আরও পড়ুন:

প্রস্রাবে ব্যথা বা জ্বালা? মূত্রনালিতে সংক্রমণ? প্রতিকার আছে আয়ুর্বেদে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

হাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে সোম, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

এক মুহূর্তও ফোন, ল্যাপটপ ছাড়া থাকতে পারেন না! জানেন কি, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

আবহাওয়া দফতর এও জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্তত ৪ ডিগ্রি কমে যেতে পারে। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে কিছু জেলায়। তৈরি হয়েছে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি। তাই প্রাক বর্ষণ ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। বলা যেতে পারে দক্ষিণবঙ্গের হাওয়া বদল শুরু সোমবার থেকে।

Skip to content