সাতসকালে শহরে চাঞ্চল্যকর কাণ্ড। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের রোগী কার্নিশে উঠে বসে আছেন। হাসপাতাল সূত্রে খবর, ওই রোগী আট তলার ঘর থেকে জানলা দিয়ে কার্নিশে উঠেছেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ওই রোগীকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করছেন। দমকলকর্মীরা তাঁকে খাবার দেওয়ার চেষ্টা করছেন। উদ্ধারকার্যে হাইড্রলিক ল্যাডার ব্যবহার করা হচ্ছে। শনিবার মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের কার্নিশে সকালে সাড়ে ১১টা নাগাদ ওই রোগী উঠে পড়েন। জানলা দিয়ে ৮ তলার কার্নিশে চলে যান তিনি। তাঁকে নীচের দিকে তাকিয়ে হাত নাড়াতেও দেখা যায়। ঘটনাটি দেখবার জন্য মল্লিকবাজার মোড়ে বহু মানুষ ভিড় জামান। এর জেরে এলাকায় বেশ যানজট তৈরি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্নায়ুরোগে আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই তিনি আত্মহত্যা করবার হুমকি দিচ্ছিলেন। হাসপাতালের কর্মীরা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করছেন। কীভাবে তিনি হাসপাতালের জানালা দিয়ে কার্নিশে পৌঁছলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্নায়ুরোগে আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই তিনি আত্মহত্যা করবার হুমকি দিচ্ছিলেন। হাসপাতালের কর্মীরা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করছেন। কীভাবে তিনি হাসপাতালের জানালা দিয়ে কার্নিশে পৌঁছলেন তা খতিয়ে দেখা হচ্ছে।