শনিবার ৫ অক্টোবর, ২০২৪


অ্যাপ ক্যাবের বিরুদ্ধে ক্রমশ অভিযোগের পাহাড় জমছে। প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা। যাত্রীরা তাই একটু আরামে যাতায়েতের জন্য বেছে নিচ্ছেন অ্যাপ ক্যাবকে। কিন্তু তাঁদের অভিযোগ, বাড়তি সারচার্জের টাকা মেটালেও এসির হাওয়া পাচ্ছেন না তাঁরা। যাত্রীদের ক্ষোভ, করোনার অজুহাত দিয়ে এখনও প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্যাবে এসি চালাচ্ছে না। এসি চালানোর জন্য চালককে অনুরোধ করলে তা ক্রমে বচসায় পরিণত হচ্ছে। অনেক ক্ষেত্রে এসি-র জন্য বাড়তি টাকাও খরচ করতে হচ্ছে। যাত্রীদের পরিষ্কার বক্তব্য, এসি না চালালে টাকা কমানো উচিত। তাঁদের দাবি, অ্যাপ-ক্যাব সংস্থাগুলির নিয়ন্ত্রণে রাজ্য সরকারের জারি করা সরকারি নির্দেশিকা অবিলম্বে কার্যকর হওয়া দরকার। যদিও সূত্রের খবর, আরও দিন দশেক সময় লাগবে সেই সরকারি নির্দেশিকা চালু হতে। এদিকে অনলাইন ক্যাব অপারেটর গিল্ড চালকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অবহিত বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমাদের দাবি অন্তত ২৫ টাকা ভাড়া করতে হবে প্রতি কিলোমিটারের জন্য। সেই সঙ্গে এসি এবং নন-এসি দু’ রকম সুবিধা রাখা উচিত যাত্রীদের জন্য। এ প্রসঙ্গে সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ মনু-র কথায়, সব ক্যাবই যে এসি ছলাচ্ছে না, এমনটা নয়। আসলে ভাড়া না বৃদ্ধি করলে এই টাকায় এসি চালকের পকেটে কিছুই থাকে না।

Skip to content