শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, মন্ত্রিত্বও খুইয়েছেন। আবার তাঁকে অপসারিতও করা হয়েছে তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও এসবের পরও পার্থ শনিবার জানিয়েছেন, ‘‘দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি।’’
পার্থ এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। শনিবার তিনি অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম থেকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বেরোনোর সময় সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কথা হয়। তখনই তিনি তৃণমূলের সঙ্গে থাকার ওই বার্তা দেন।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থের হদিস পাওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে পার্থকে দলীয় পদ থেকে অপসারিত কারার সঙ্গে সঙ্গে সাসপেন্ডও করা হয়। এর আগে অবশ্য মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, গত বৃহস্পতিবার তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। সেদিন আদালত থেকে বেরোনোর সময় পার্থ আক্ষেপ করে বলেন, ‘‘আগে কত লোক থাকত। এখন আর কেউ নেই!’’ বৃহস্পতিবারের পর আজ শনিবার তাঁর ‘‘দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি’’ মন্তব্য অবশ্যই নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

Skip to content