কলকাতায় এ বার গাড়ি পার্কিংয়ের জন্য বেশি টাকা গুনতে হবে। শহরের বর্ধিত পার্কিং ফি শনিবার থেকেই কার্যকর হল। বর্ধিত হারে পার্কিং ফি দু’চাকা, চার চাকা, বাস, পণ্যবাহী গাড়িকে দিতে হবে। কলকাতা পুরসভার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পার্কিং ফি বৃদ্ধির প্রস্তাবটি পাশ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত হল।
প্রতি ঘণ্টায় কোন গাড়ির জন্য কত টাকা লাগবে?
দু’চাকা
এত দিন দু’চাকার গাড়ির জন্য প্রতি ঘণ্টায় পার্কিং ফি লাগত ৫ টাকা করে। নতুন নিয়মে—
● প্রথম ২ ঘণ্টার জন্য রাখলে ১০ টাকা লাগবে।
● ৩ ঘণ্টার জন্য রাখলে ৪০ টাকা লাগবে।
● ৪ ঘণ্টা জন্য রাখলে ৬০ টাকা লাগবে।
● ৫ ঘণ্টার জন্য রাখলে ৮০ টাকা লাগবে।
● ৫ ঘণ্টার পর প্রতি ঘণ্টার জন্য ৫০ টাকা লাগবে।
চার চাকা
চার চাকার গাড়ি পার্কিংয়ের জন্য ১০ টাকা করে দিতে প্রতি ঘণ্টায়। নতুন নিয়মে—
● নতুন ফি কাঠামোয় ১০ টাকার বদলে করা হয়েছে ২০।
● ২ ঘণ্টা পার্কিংয়ের জন্য ৪০ টাকা লাগবে।
● ৩ ঘণ্টা পার্কিংয়ের জন্য ৮০ টাকা লাগবে।
● ৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য ১২০ টাকা লাগবে।
● ৫ ঘণ্টার পর প্রতি ঘণ্টা পার্কিংয়ের জন্য ১৬০ টাকা লাগবে। পার্কিংয়ের সময় ৫ ঘণ্টার বেশি হলে ঘণ্টা পিছু দিতে হবে ১০০ টাকা।
বাস, লরি-সহ পণ্যবাহী
বাস এবং লরি পার্কিংয়ের জন্য এত দিন ২০ টাকা দিতে হতো। নতুন নিয়মে—
● নতুন ফি কাঠামোয় ২০ টাকার বদলে করা হয়েছে ৪০।
● ৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য ২৪০ টাকা লাগবে।
● ৫ ঘণ্টা পার্কিংয়ের জন্য ৩২০ টাকা লাগবে।
● ৫ ঘণ্টার পর প্রতি ঘণ্টা পার্কিংয়ের জন্য ২০০ টাকা লাগবে।
পুরসভা সূত্রে খবর, পার্কিং এলাকায় অতিরিক্ত সময় গাড়ি রাখার প্রবণতা কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে। এদিকে, বাইক এবং গাড়ি ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, পুরসভা পার্কিংয়ের যে বর্ধিত হার ঘোষণা করেছে, এখনই তার থেকে বেশি টাকা গুনতে হয়। বিভিন্ন জায়গায় চার চাকার গাড়ি পার্কিংয়ের জন্য ঘণ্টা প্রতি ৩০ টাকা হয়। ১০, ১৫ টাকা নেওয়া হয় দু’চাকার পার্কিংয়ের জন্য। কোথাও কোথাও ২০ টাকাও নেওয়া হয় বলে অভিযোগ।