শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজন মহিলার। শুক্রবার পার্ক সার্কাস সাত মাথার মোড়ের কাছে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক নিরাপত্তারক্ষীর গুলি করেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী। ঘটনাস্থলে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তবে কী থেকে এই কাণ্ড তা এখনও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মানসিক ভারসাম্য হারিয়ে ওই নিরাপত্তারক্ষীর গুলি চালান। তাঁর ছোড়া গুলি লাগে এক মহিলার গায়ে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। এরপর তিনি গুলি করে নিজেকেও শেষ করে দেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গ্যারাজে কর্মরত এক জনের শরীরেও লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Skip to content