ছবি: প্রতীকী।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহেই এক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
শুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, বরাহনগরে লরির ধাক্কায় মৃত্যু জনপ্রিয় টেলি অভিনেত্রীর!
আর জিনস, টি-শার্ট এবং লেগিংস পরে স্কুলে আসা যাবে না! অসমে সরকারি স্কুলের শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা
যদিও হাওয়া অফিস বুধবার ঝড়বৃষ্টি হলেও তার আগে কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণের পাঁচটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে।
আরও পড়ুন:
পূর্ব ভারতের প্রথম ‘ভারত গৌরব’ ট্রেন ছাড়ল কলকাতা স্টেশন থেকে
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-১৮: সানন্দা বলেছিল, ‘বসুন্ধরা ভিলায় ফিরে এলে আমি হেরে যাবো দাদু’
হাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় রবিবার বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।