বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি প্রতীকী। সংগৃহীত।

অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে চলে বিদায় নিল বর্ষা। এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলল বঙ্গবাসী। তাঁদের আশা, পুজোর কেনাকাটায় কিঞ্চিৎ ব্যঘাত ঘটালেও ঠাকুর দেখায় দেবতা আর কোনও বাধা দেবেন না। আলিপুর আবহাওয়া দফতরও অবশ্য সেই আশার আলোই দেখাচ্ছে।
এ প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার পর থেকে আকাশ কমবেশি পরিষ্কারই থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও আগামী ১৭ থেকে ২০ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৮: সুন্দরবনে বিচিত্র অবয়বের দেবতা জ্বরাসুর

পঞ্চমে মেলোডি, পর্ব-৩২: শুধু কি গানে, আবহসঙ্গীতেও তাঁর কাজ অসামান্য

সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা।
আরও পড়ুন:

পরিযায়ী মন, পর্ব-১০: চটকপুরের নিরালায়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪১: চোখ ঠিক রাখতে মাছের মুড়ো?

পুজোর ক’দিন উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ থেকে ২০ অক্টোবর দার্জিলিং এবং কালিম্পঙের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরের বাকি জেলায় বৃষ্টি হবে না। সপ্তমী থেকে দশমী, পুজোর চার দিন উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাসের সম্ভাবনা নেই।

Skip to content