শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বিপাকে পড়তে পারেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। পূর্ব রেল সূত্রে খবর, আজ শনিবার গভীর রাত থেকে আগামীকাল রবিবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে দমদম শাখায়। এর জেরে মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করছে পূর্ব রেল। দেরিতে ছাড়বে কিছু দূরপাল্লার আপের ট্রেন। শুধু তাই নয়, যে দূরপাল্লার ট্রেন শিয়ালদহ এবং কলকাতা আসার কথা সেগুলি মাঝপথে কোথাও দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে এও জানা গিয়েছে, শিয়ালদহ এবং দমদমের মাঝখানে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজ চলবে, তাই শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত টানা দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বাতিল হওয়া আপ এবং ডাউন লোকাল

এদিন বাতিল হওয়া আপ এবং ডাউন লোকাল ট্রেনগুলির মধ্যে আছে— হাবড়া, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, দত্তপুকুর, রানাঘাট, হাসনাবাদ, ডানকুনি, বারাকপুর, গেদে লোকাল, বারাসত, নৈহাটি, বজবজ লোকাল।
 

দূরপাল্লার ট্রেনের সময়সূচির পরিবর্তন

২ জুলাই মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া আলিপুরদুয়ার- শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ৬ ঘণ্টা দেরিতে ছাড়বে। নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে। আর ৩ জুলাই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।


Skip to content