রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বিপাকে পড়তে পারেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে দমদম শাখায়। টানা দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর জেরে মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করছে পূর্ব রেল। দেরিতে ছাড়বে কিছু দূরপাল্লার আপের ট্রেন। শুধু তাই নয়, যে দূরপাল্লার ট্রেন শিয়ালদহ এবং কলকাতা আসার কথা সেগুলি মাঝপথে কোথাও দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে এও জানা গিয়েছে, শিয়ালদহ এবং দমদমের মাঝখানে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজ চলবে, তাই শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত টানা দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন বাতিল হওয়া আপ এবং ডাউন লোকাল ট্রেনগুলির মধ্যে আছে— হাবড়া, শান্তিপুর, কল্যাণী, দত্তপুকুর, রানাঘাট, হাসনাবাদ, ডানকুনি, বারাকপুর, গেদে লোকাল, বারাসত, নৈহাটি, বজবজ। দেরিতে ছাড়বে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মাঝপথে বিভন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে ডাউন বালিয়া, দার্জিলিং, গৌড়, কাঞ্চনকন্যা, পদাতিক এক্সপ্রেসকে।

Skip to content