বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

তুলনায় নববর্ষে দিন সূর্যের মেজাজে কিছুটা হালকা। তাই শনিবার কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস নেই। হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শনিবার শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও খানিক তাপমাত্রা কম থাকবে।
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, তাপপ্রবাহ হবে না হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে শনিবার রোদের তেজ কম থাকবে।

যদি নববর্ষে কিছুটা ছাড় দিলেও রবিবার থেকে আবার দাপিয়ে ব্যাটিং করবে সূর্য। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গনগনে রোদে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সেই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে আগামী বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন:

নববর্ষে পাতে রাখতে চান নানা স্বাদের মিষ্টি? মিষ্টির এই সব গুণাগুণ জানতেন?

পিসিওএস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, শুধরে দিচ্ছেন চিকিৎসকরা

শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সল্টলেকে পারদ উঠেছিল ৪২.১ ডিগ্রিতে। শনিবার এখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকবে বলেই জানানো হয়েছে। তবে তাপপ্রবাহ না থাকলেও শহর এবং শহরতলিতে অস্বস্তি বোধ থাকবে।
আরও পড়ুন:

বৈশাখের শুরুতেও তাপপ্রবাহ, তীব্র দহনে জ্বলছে পুরো দক্ষিণবঙ্গ, শনিবার কলকাতায় পারদ কত হবে?

বাদশার জ্যাকেটের দিকে প্রথম থেকেই প্রিয়ঙ্কার নজর ছিল! শাহরুখের সঙ্গে পুরনো ছবিতে মিলল প্রমাণ

শনিবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলা তাপপ্রবাহ হবে। নববর্ষের দিনেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও, তাপপ্রবাহের পূর্বাভাস নেই।

তাপপ্রবাহ নিয়ে আগে থেকে সতর্ক করেছেন আবহবিদেরা। তাঁরা জানিয়ে দিয়েছেন, আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখতে বলা হয়েছে। বাইরে বেরতে হলে সঙ্গে ছাতা, টুপি, রোদচশমা সঙ্গে রাখতে বলা হয়েছে।

এই গরমে বিপদে পড়তে পারেন শিশু এবং বয়স্ক মানুষ। রোগীদেরও সমস্যা হতে পারে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সান স্ট্রোকের সম্ভাবনাও। এ সবের পাশাপাশি ঘামাচি এবং তাপজনিত রোগের আশঙ্কাও আছে।

Skip to content