শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রবিবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গোটা রাজ্যে আগামী দিন তিন-চারেকের মধ্যে বর্ষা শুরু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষণ শুরু হয়ে গিয়েছে। যদিও আগামী দিন তিনেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের না। পরে দু’ থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী চার পাঁচ দিন বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, বীরভূমেও। বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারে এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে।

Skip to content