মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


কালীপুজোর দিন বানতলার চর্মনগরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে। জানা গিয়েছে, চর্মনগরীর জোন ৫-এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন লেগেছে দুপুর ২টো নাগাদ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল দফায় দফায় ১৫টি ইঞ্জিন পাঠায়। আগুন লাগার ফলে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, এক তলার একটি গুদামে আগুন লেগেছে। যাঁরা ভিতরে আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধার করা হয়েছে। এখনও আগুন লাগাত কারণ জানা যায়নি। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন:

খুদে কি রাতে সহজে ঘুমাতেই চায় না? তাহলে ওর পাতে রাখুন এই সব খাবার

ইংলিশ টিংলিশ: জানো কি ‘বাজি ফাটানো’ কিংবা ‘মোমবাতি জ্বালানো’র ইংরেজি কী?

জানা গিয়েছে, প্রথমে এক তলার গুদামে আগুন লাগলেও ক্রমশ তা অন্যত্র ছড়িয়ে পড়েছে। আগুন পর পর ৪টি তলায় ছড়িয়ে পড়েছে বলে খবর। দাউ দাউ করে আগুন জ্বলছে। জানলার বাইরে দিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
সূত্রের খবর, কালীপুজোর দুপুরে বাজি পোড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। কেমিক্যালের ড্রামে জ্বলন্ত বাজি পড়ে গিয়ে আচমকা আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে। ভিতরে রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। উল্লেখ্য, বানতলা লেদার কমপ্লেক্সে প্রায় ৬০০টি কারখানা রয়েছে।

Skip to content