রবিবার ৬ অক্টোবর, ২০২৪


নবান্নে আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরাও ব্যবহার করতে পারবেন না মোবাইল। এ নিয়ে নবান্নে সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সেই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। সেই সঙ্গে নবান্নের নির্দেশ, কর্মীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না অফিসে। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি এবং নবান্নে ঢোকা ও বেরনোর সময় নাম নথিভুক্ত করার পদ্ধতিতেও বদল আনা হচ্ছে।
শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা নিরাপত্তা কর্মীদের বদলি করা হয়েছে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে একজন ইনস্পেক্টর, সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে।
উল্লেখ্য, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাতে রড নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। সেখানে তিনি সাত ঘণ্টা ছিলেন। যদিও পরে তিনি ধরা পড়েন। এর পরই দ্রুত মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।

Skip to content