শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

শীতের ইনিংস শেষ। এখনই একটু বেলা বাড়লেই চড়া রোদে হাঁসফাঁস অবস্থা। ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। পূবালী হাওয়া প্রবেশ করছে। ফলে স্বাভাবিক ভাবেই জলীয় বাষ্প ঢুকে পড়ছে। এতে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর হাওয়ায় জলীয় বাষ্প ছিল ৪৯ থেকে ৯৪ শতাংশ। এখনই বর্ষণের পূর্বাভাস নেই। যদিও আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে।
আরও পড়ুন:

এগারো রকমের ভারী গাড়ি চালানোর লাইসেন্স তাঁর ঝুলিতে, একাত্তরেও তিনি গেয়ে চলেছেন জীবনের জয়গান

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৩: রবীন্দ্রনাথের পোশাকআশাক

আবহাওয়াবিদদের অনুমান, বাংলায় পূবালী হাওয়া প্রবেশের জেরে জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা মার্চের শুরু থেকেই ধীরে ধীরে বাড়তে থাকবে। দোলের দিন উষ্ণ আবহাওয়া থাকবে। মহানগরের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৯: জলে হরি, স্থলে হরি, হরিময় এ জগৎ

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content