সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

স্বস্তি দিয়ে আজ শনিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে। যদিও স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলে হাওয়া দফতর জানিয়ে দিয়েছে। কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে যাবে। ফলে স্বাভাবিকভাবেই আবার তাপমাত্রার পারদ বাড়বে।
হাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধে থেকে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২২.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ পারদ ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। আবহবিদরা মনে করছেন, তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৪: কবির ভালোবাসার নজরুল

দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর

উত্তবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিনে সমতলের তিন জেলায় দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রার পারদ বাড়তে পারে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’

স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না

আবহবিদরা জানাচ্ছেন, একটি অক্ষরেখা তৈরি হয়েছে হরিয়ানা থেকে সিকিম পর্যন্ত। বিহার থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই সঙ্গে আরও একটি অক্ষরেখা বিদর্ভ ও তেলেঙ্গানার উপর দিয়ে মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত চলে গিয়েছে। এর প্রভাবে সোমবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা। এদিন উত্তরপূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content