শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কালবৈশাখীর জেরে কলকাতায় শনিবার প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইল। অনেক জায়গায় উপড়ে পড়েছে গাছ । গাছের ডালপালাও ভেঙে পড়ে বহু এলাকায়। গাছ পড়ে আলিপুরে এক যুবক আহত হয়েছেন। আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার ঝড়ের তাণ্ডবে কুইন্স পার্কের পার্শ্ববর্তী এলাকা এ টি চৌধুরী এভিনিউ, বেলভেডিয়ার রোড, এসপ্ল্যানেড রো, লাউডন স্ট্রিট, টালিগঞ্জ রোডের পার্শ্ববর্তী এলাকা আর বি অ্যাভিনিউ, লেক গার্ডেন্স উড়ালপুলের পাশে বোরোজ রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে হাসপাতাল রোড, হেয়ার স্ট্রিটের কাছে স্ট্র্যান্ড রোড-সহ আরও কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে বলে খবর। এর জেরে ব্যাহক হয়েছে যান চলাচল ব্যবস্থা। পুরসভার ট্র্যাফিক বিভাগের কর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজে নেমেছেন।

Skip to content