![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/Manik-Bhattacahriya.jpg)
মানিক ভট্টাচার্য।
টেট মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও বিধায়কের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মানিক ভট্টাচার্যকে নিজের ও তাঁর পরিবারের সম্পত্তির হিসেব পেশ করতেই হবে। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/Epilepsy.jpg)
ছোটদের যত্নে: শিশুর হঠাৎ করে তরকা জনিত জ্বর হলে কী করবেন? জেনে নিন শিশু বিশেষজ্ঞের জরুরি পরামর্শ
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/03/medicine-2.jpg)
বয়সকালে ওষুধ তো খাচ্ছেন, কিন্তু নিয়ম মেনে খাচ্ছেন তো?—দ্বিতীয় ভাগ
আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মানিক ভট্টাচার্যকে ও তাঁর পরিবারের যাবতীয় সম্পত্তির হিসেব দিতে হবে। সেই নির্দেশে প্রেক্ষিতে মানিকের যুক্তি ছিল, ‘‘ভোটের মনোনয়ন পত্রেই তো সম্পত্তির হিসাব বিস্তারিত দেওয়া আছে। তাহলে ফের সম্পত্তির হিসাব জানতে চাওয়া হচ্ছে কেন?’’
তিনি হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন ডিভিশন বেঞ্চে। কিন্তু শুক্রবার ডিভিশন বেঞ্চের রায়ও মানিকের বিরুদ্ধে গিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, মানিককে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব আদালতে পেশ করতেই হবে।
তিনি হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন ডিভিশন বেঞ্চে। কিন্তু শুক্রবার ডিভিশন বেঞ্চের রায়ও মানিকের বিরুদ্ধে গিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, মানিককে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব আদালতে পেশ করতেই হবে।