শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


সম্প্রতি বিজেপি নেত্রী নুপূর শর্মার ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে বিকেল থেকে একদল মানুষ রাস্তা অবরোধ করেন। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ডোমজুড়ের অঙ্করহাটির কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখন দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত যানজট পৌঁছে গিয়েছে। হাজার হাজার গাড়ি জাতীয় সড়কের উপর আটকে পড়েছে। অ্যাম্বুল্যান্স আটকে পড়েছে। বহু মানুষ নানান প্রয়োজনে কলকাতায় আসেন, তাঁরা আটকে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ডেকে অবরোধকারীদের হাতজোড় করে বলেন তাঁরা যাতে রাস্তা ছেড়ে দেন। অবরোধ নিয়ে মুখ্যমন্ত্রী এও বলেন, আমি চাইলে পুলিশ দিয়ে অবরোধ উঠিয়ে দিতে পারতাম। কিন্তু বিষয়টা স্পর্শকাতর, তাই সেটা করছি না। আপনাদের অনুরোধ করছি অবরোধ তুলে নিতে।’
মমতার বক্তব্য, ‘দিল্লির ঘটনায় বাংলায় কেন প্রতিবাদ? প্রতিবাদ করতে চাইলে আপনারা থানায়-থানায় এফআইআর করুন। গ্রেফতারের আবেদন করুন। চিঠি লিখুন রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে আবেদন করুন। কিন্তু এ ভাবে রাস্তা অবরোধ করে রাখবেন না।’ যদিও মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও অবরোধ চলছে। পুরো এলাকা জুড়ে ব্যাপক বেশ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে রয়েছে। টানা ছ’ঘণ্টা ধরে অবরোধ চলছে।

Skip to content