শুক্রবার ৫ জুলাই, ২০২৪


 

ভারতের যেসব জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ

 

কলকাতায়

কলকাতায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৫২ মিনিটে। বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ থাকবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত।
 

শিলিগুড়ি

শুধু কলকাতা নয়, শিলিগুড়িও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৪টে ৪৯ মিনিট নাগাদ শিলিগুড়িতে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।
 

দিল্লি

দিল্লিতে আংশিক গ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২৮ মিনিটে গ্রহণ দেখা যাবে। সবচেয়ে ভালো দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। ৭টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে।
 

মুম্বই

মুম্বইয়েও আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। এখানে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে।
 

বেঙ্গালুরু

বেঙ্গালুরুতে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভালো দেখতে মিলবে ৫টা ৫৭ মিনিটে।
 

নাগপুর

নাগপুরে গ্রহণ শুরু হবে বিকে ৫টা ৩২ মিনিটে। বিকেল ৫টা ৩৫ মিনিটে সবচেয়ে ভালো দেখা যাবে।
 

কোহিমা

কোহিমায় বিকেল ৪টা ২৩ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভালো দেখা যাবে বিকেল ৪টা ২৯ মিনিট নাগাদ। ৭টা ২৬ মিনিটে শেষ হবে সন্ধ্যা।
 

আগরতলা

আগরতলায় বিকেল ৪টে ৩৮ মিনিটে গ্রহণ শুরু। সবচেয়ে ভালো দেখতে মিলবে বিকেল ৪টা ৪৩ মিনিটে ।
 

গুয়াহাটি

গুয়াহাটিতে খুব ভালো ভাবে গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৩৬ মিনিটে।
 

ভুবনেশ্বর

ভুবনেশ্বরেও পরিষ্কার দেখা যাবে। এখানে বিকেল ৫টা ৯ মিনিটে দেখা যাবে।
 

পটনা

পটনায় সবচেয়ে ভালো বিকেল ৫টা ৬ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।

 

ভারতের আরও যেসব জায়গা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে

গুরুগ্রাম
নয়ডা
চণ্ডীগড়
শ্রীনগর
চেন্নাই
হায়দরাবাদ

আরও পড়ুন:

২০২০-র এপ্রিলের পর এই প্রথমবার, দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য! দৈনিক আক্রান্তের সংখ্যাও সর্বনিম্ন

‘ব্রহ্মাস্ত্র ২’-এ বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে? কোন চরিত্রের জন্য ভাবা হচ্ছে এই দক্ষিণী সুপারস্টারকে

 

বাংলাদেশে কোথায় কখন দেখা যাবে?

 

ঢাকা

গ্রহণ শুরু হবে ১৭টা ১২মিনিট ৪৮ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৭টা ৫৭মিনিট ৫৪ সেকেন্ডে।
 

ময়মনসিংহ

গ্রহণ শুরু হবে ১৭টা ১১মিনিট ১২ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৭টা ৫৬মিনিট ১৮ সেকেন্ডে।
 

চট্টগ্রাম

গ্রহণ শুরু হবে ১৭টা ৯মিনিট ১৮ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৭টা ৫৪মিনিট ২৪ সেকেন্ডে।
 

সিলেট

গ্রহণ শুরু হবে ১৭টা ৫মিনিট ৬ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৭টা ৫০মিনিট ১২ সেকেন্ডে।
 

খুলনা

গ্রহণ শুরু হবে ১৭টা ১৭মিনিট ৪২ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৮টা ২মিনিট ৪৮ সেকেন্ডে।
 

বরিশাল

গ্রহণ শুরু হবে ১৭টা ১৪মিনিট ২৪ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৭টা ৫৯মিনিট ৩০ সেকেন্ডে।
 

রাজশাহী

গ্রহণ শুরু হবে ১৭টা ১৮মিনিট ৩৬ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৮টা ৩মিনিট ৪২ সেকেন্ডে।
 

রংপুর

গ্রহণ শুরু হবে ১৭টা ১৪মিনিট ৩০ সেকেন্ডে, চন্দ্র গ্রহণ শেষ হবে ৮টা বেজে ৩৬ সেকেন্ডে।

উল্লেখ্য, ৮ নভেম্বর মঙ্গলবারের পর আবার তিন বছর বাদে ২০২৫ সালের ১৪ মার্চে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাওয়া যাবে।


Skip to content