মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতার ডাকঘরে এল পার্সেলে মুড়ে মাদক! মঙ্গলবার ট্যাংরার একটি পোস্ট অফিসে ক্যুরিয়ারে এই মাদক এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাদকের অর্ডার কলকতা থেকেই গিয়েছিল গোয়ায়। প্রাথমিক ভাবে পুলিশ মন করছে, বেআইনি ভাবে মাদকের ব্যবসা বা কলকাতাতেই রেভ পার্টিতে ব্যবহারের জন্য গোয়া থেকে ওই মাদক আনা হয়।
মঙ্গলবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মাদক আনার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে। জুনেইদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫.২৯ গ্রাম এমডিএমএ বেআইনি মাদক রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের নাম মহম্মদ জুনেইদ ওরফে বাবা এবং ফইজ আলম। তিলজলায় বাড়ি জুনেইদের বয়স ২৪ বছর। ২১ বছরের ফইজও তিলজলারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুনেইদ এবং ফইজের কাছ থেকে ০.৫৪ গ্রাম লাইসারজিক অ্যাসিড ডায়াথিলমাইড অর্থাৎ এলএ
এও জানা গিয়েছে, কলকাতায় রেভ পার্টির ব্যবস্থা করে জুনেইদ এবং ফইজ। রেভ পার্টি আসলে বেআইনি মাদক সেবনের একটা ঠিকানা বলা যেতে পারে। সে রকম কোনও রেভ পার্টির জন্য এই মাদক আনা হয়েছিল কিনা তা তদন্তের বিষয়। তবে ওই এলএসডি মাদক বেআইনি ব্যবসার জন্যও আনানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ১০ গ্রামের বেশি এলএসডি কোনও ব্যক্তির কাছে থাকা বেআইনি। সেরকমই ০.১ গ্রাম এলএসডি রাখা আবার আইনত ভাবে ব্যক্তিগত সংগ্রহে রাখা যায়।
এদিকে, বৃহস্পতিবার তিলজলা থেকেই বেআইনি মাদক রাখার জন্য গ্রেফতার করা হয়েছে আরও এক যুবককে। স্পেশ্যাল টাস্ক ফোর্স রাত দেড়টা নাগাদ পিকনিক গার্ডেনের চৌধুরী ভিলার সামনে তাঁকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার বেআইনি মাদক সংগ্রহে রাখার অভিযোগে তিলজলা থেকেই গ্রেফতার করা হয়েছে আরও এক যুবককে। রাত দেড়টা নাগাদ পিকনিক গার্ডেনের চৌধুরী ভিলার সামনে থেকে ২৮ বছর বয়সী কৌস্তুভ বিশ্বাস নামে যুবককে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। মাদক মামলায় গ্রেফতার হওয়া এই তৃতীয় ব্যক্তির নাম কৌস্তুভ বিশ্বাস। তাঁর কাছ থেকে ১৫.৯৬ গ্রাম এমডিএমএ এবং ১.০৬ গ্রাম এলএসডি (৩৫টি ডোজ) মিলেছে।

Skip to content