রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতায় শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি চলছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। রবিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হয়েছে।
হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও‌ পশ্চিম বর্ধমান জেলাতে।
আরও পড়ুন:

দু’জনের মধ্যে মনের মিল থাকলেও নেই কোনও শারীরিক আকর্ষণ! তৈরি করা কি সম্ভব

ভিতর বাহিরে অন্তরে অন্তরে: ডিপ্রেশনের বাংলা নিম্নচাপও নয়, সাধারণ মন খারাপও নয়—অবসাদ

তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইছে। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হয়েছে।

Skip to content