শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

প্যাচপ্যাচে গরমে জেরবার হবে কলকাতা! বৃহস্পতিবার গরমের জ্বালায় কাহিল হবেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সকালেই শহরে এই সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। যা বেশ কয়েক বছরের চৈত্র মাসের অন্যতম উষ্ণ দিন বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলে সতর্ক করেছে। কলকাতায় খুব প্রয়োজন ছাড়া বেলা বাড়ার পর এবং সূর্যাস্তের আগে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ছাড়া আরও ৭টি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন:

তীব্র দহনে পুড়ছে রাজ্য! স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে আনছে রাজ্য সরকার

তীব্র দহনে জ্বলছে সারা বাংলা! অস্বস্তির গরম থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না জানিয়ে দিল নবান্ন

বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ থেকে ৪১.৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে রাতের দিকেও অস্বস্তিকর গরম অনুভূত হবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এখনই কালবৈশাখীরও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: গরমে রক্ষাকবচ ‘টম্যাটো’

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। রাজ্য সরকার আবহাওয়ার এই পরিস্থিতির কথা মাথায় রেখে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে গরমের ছুটিও। অসহনীয় গরমে জেরবার অবস্থা। তীব্র দহন থেকে কবে মুক্তি মিলবে, আপাতত তার কোনও পূর্বাভাস নেই।

রাজ্য সরকার এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ বার রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে।
সাধারণ ভাবে গরমের ছুটি পড়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, বর্তমান আবহাওয়ার পরিস্থিতির উপর নজরে রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের শিক্ষা দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ নিয়ে শিক্ষা দফতর সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি।

Skip to content