ছবি প্রতীকী
তীব্র গরমের জেরে মঙ্গলবারও হাঁসফাঁস অবস্থা। হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, এরকম আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি চলবে দুপুর পর্যন্ত। এমনকি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছু দিন এ রকমই থাকবে। তার মধ্যেও স্বস্তির বার্তা হল, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও তেমন হেরফের হবে না তাপমাত্রার। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী দু’দিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করার মতো তেমন অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। আবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা যদি প্রবেশ করেও তাহলেও গরমের হাত থেকে এখনই মুক্তি মিলবে না। যদিও শনিবার থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা ভালোই হচ্ছে। সেখানকার সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী দু’দিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করার মতো তেমন অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। আবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা যদি প্রবেশ করেও তাহলেও গরমের হাত থেকে এখনই মুক্তি মিলবে না। যদিও শনিবার থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা ভালোই হচ্ছে। সেখানকার সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।