শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা-সল্টলেকের কাছে পাত্তা পাচ্ছে না রাজস্থানের মরুশহরও। শুক্রবার জয়সলমেরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস! আর জয়পুরের পারদ ছিল ৪১.৯। উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০১৬ সালে এরকম পরিস্থিতি হয়েছিল। সে বছর এপ্রিলের মাঝামাঝি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। আর সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্রি সেলসিয়াস! দমদমের পারদ চড়েছিল ৪১.২ ডিগ্রি। এখানেই শেষ নয়, শুক্রবার দক্ষিণবঙ্গের আরও ১০টি জায়গায় তাপমাত্রা মরুশহরকে টক্কর দিয়েছে। সেই তালিকায় রয়েছে হুগলির মগরা, উত্তর ২৪ পরগনার দমদম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। যদিও সবার উপরে ছিল পশ্চিম বর্ধমানের পানাগড়। শুক্রবার ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের থেকে একটু বেশি।
আরও পড়ুন:

চোখের নীচে কালি পড়ছে? কলার খোসায় লুকিয়ে আছে সমাধান

ডাক্তারের ডায়েরি, পর্ব-৩৯: স্বল্প সান্নিধ্য, অমলিন স্মৃতি

শুক্রবার হাওয়া দফতর ঘোষণা করেছে, কয়েকদিনে তাপমাত্রার পারদ কমার সম্ভাবনা নেই। উলটে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার থেকে পরবর্তী ৫ দিন তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরের তাপমাত্রা আগামী ৫ দিন ৪১ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণের বাকি জেলাতেও পারদ চড়তে পারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। ওই ৫ দিন তীব্র গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়াও বজায় থাকবে।

Skip to content