রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

তিলোত্তমার মুকুটে নতুন পালক। ধনী শহরের তকমা পেল ‘সিটি অফ জয়’। ভারতের ধনীতম শহরগুলির মধ্যে কলকাতার ৪ নম্বরে জায়গা করে নিয়েছে। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামে লন্ডনের একটি সংস্থা বিশ্বের ধনীতম শহরগুলির তালিকা প্রকাশ করেছে। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর সমীক্ষায় পশ্চিমবঙ্গের রাজধানী ধনী শহরের স্বীকৃতি পেল।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ধনীতম শহরের তালিকায় কলকাতা রয়েছে ৬৩ নম্বরে। আর দেশের মধ্যে ৪ নম্বরে স্থান করে নিয়েছে মহানগর। শহরে কতজন কোটিপতি রয়েছেন, তার ভিত্তিতে ধনী শহরের তালিকা তৈরি করা হয়েছে। ধনী ব্যক্তিদের মধ্যে যাঁদের সম্পদের পরিমাণ ১০ লক্ষ আমেরিকান ডলার বা তার চেয়েও বেশি রয়েছে, সেই হিসাবে সংস্থাটি কোটিপতির সংখ্যা ঠিক করেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বাংলার রাজধানী কলকাতায় মোট কোটিপতির সংখ্যা ১২ হাজার ১০০ জন। সমীক্ষাটি করা হয়েছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:

আপনার সঙ্গীর মধ্যে কি এই লক্ষণগুলি প্রবল? হতে পারে আপনি তাঁর প্রথম পছন্দ নয়

ইলিয়ানার সন্তানের পিতা কি ক্যাটরিনার ভাই-ই? আগেই ফাঁস করেছেন করণ জোহর

ভারতে ধনীতম শহরের তালিকায় প্রথম হয়েছে মুম্বই। মায়ানগরীতে মোট কোটিপতির সংখ্যা ৫৯ হাজার ৪০০ জন। দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। দেশের রাজধানীতে কোটিপতির সংখ্যা ৩০ হাজার ২০০ জন। তৃতীয় বেঙ্গালুরু। সেখানে কোটিপতি রয়েছেন সংখ্যা ১২ হাজার ৬০০ জন। দেশের মধ্যে ধনী শহরের তালিকায় কলকাতা রয়েছে ৪ নম্বরে। হায়দরাবাদ ৫ নম্বরে। এখানে কোটিপতির সংখ্যা ১১ হাজার ১০০।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: রোজ খাওয়ার পরে পান খান? অনেক ওষুধ কেনার খরচ বেঁচে যেতে পারে

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫১: সর্বত্র নিরবিচ্ছিন্ন প্রচার প্রয়োজন, তবেই বাড়বে মাছ নিয়ে সচেতনতা, উপকৃত হবে আমজনতা

আবার সারা বিশ্বের নিরিখে ধনীতম শহরের তালিকায় ২১ নম্বরে রয়েছে মুম্বই। ৩৬ নম্বরে দিল্লি। ৬০ নম্বরে রয়েছে বেঙ্গালুরু। তালিকায় ৬৩ নম্বরে রয়েছে কলকাতা। হায়দরাবাদ রয়েছে ৬৫ নম্বরে।

ধনীতম শহরের তালিকায় নিউ ইয়র্ক রয়েছে শীর্ষে। এই শহরে কোটিপতির সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার। টোকিয়ো রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে ২.৯০ লক্ষ কোটিপতি রয়েছেন। তৃতীয় হয়েছে দ্য বে এরিয়া। এখানে সংখ্যাটি ২.৮৫ লক্ষ। ৪ নম্বরে রয়েছে লন্ডন। এখানে ২.৫৮ লক্ষ কোটিপতি রয়েছেন।

Skip to content