বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: সংগৃহীত।

পার্কিং ফি বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিতর্ক প্রশমনে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। শুক্রবার ‘গুড ফ্রাইডে’র ছুটির দিন রাতেই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

পুরসভার তরফে রাত ৯টা নাগাদ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরনো পার্কিং ফি-ই বহাল থাকবে। উল্লেখ্য, গত ১ এপ্রিল কলকাতা পুরসভা গাড়ির পার্কিং ফি বাড়ায় কলকাতা পুর এলাকায়।
গত ১ এপ্রিল জারি করা ওই নির্দেশিকা নিয়ে পরে বিতর্ক শুরু হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুর এলাকায় পার্কিং ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। ফিরহাদ নিজেও সেটি ঘনিষ্ঠ মহলে বলেছেন। ফিরহাদ ঘনিষ্ঠদের বক্তব্য, কলকাতা পুর এলাকায় পার্কিং ফি বৃদ্ধির মতো ছোটখাটো বিষয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাঁকে বিব্রত করা উচিত নয়। এছাড়া ফিরহাদ কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রীও। তাই তিনি এমন সিদ্ধান্ত নিতেই পারেন। যদিও তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ব্যতিরেকেই মেয়র ফিরহাদ পুরসভা এলাকায় পার্কিং ফি বৃদ্ধি করেছেন।
আরও পড়ুন:

চৈত্রেই কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া দফতর

শনিবার রাত থেকে রবিবার সকাল, একাধিক ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহে

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার ফিরহাদ জানান, ‘‘মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হবে। তবে বিষয়টি সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে না বলে দলের ভিতরে বললেও হত!’’ কুণাল সাংবাদিক বৈঠকে দাবি করেন, মুখ্যমন্ত্রীর ‘অগোচরে’ পার্কিং ফি বৃদ্ধি করা হয়েছিল। তিনি কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বর্ধিত ফি প্রত্যাহার করে নিতে। কারণ, নাগরিকদের উপর ‘বাড়তি বোঝা’ চাপাতে চান না মুখ্যমন্ত্রী। কুণাল এও বলেন, শুক্রবারের মধ্যে ওই নির্দেশ প্রত্যাহার করা হবে।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: দ্রুত রোগা হতে চান? ভরসা রাখুন সুপারফুড ডালিয়াতে

বিদেশের মাটিতে রাঘবের সঙ্গে বিয়ে! পরিণীতি দেশ ছেড়ে কোথায় গেলেন?

তার পরেই শুক্রবার সন্ধ্যায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই মর্মে টুইট করে জানিয়ে দেয় তৃণমূল। টুইট লেখা হয়, ‘‘কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য ধন্যবাদ জানাই কলকাতা পুরসভাকে। রাজ্য সরকার বা কলকাতা পুরসভা এই কঠিন সময়ে নাগরিকদের উপর বাড়তি বোঝা চাপাতে চায় না। মানুষের পক্ষে আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। আপনাদের মঙ্গল এবং কল্যাণই আমাদের প্রথম অগ্রাধিকার!’’ এর পরই কলকাতা পুরসভার ওই নির্দেশিকা প্রকাশ্যে আসে।

Skip to content