মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ক্রমশ স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা। আপ এবং ডাউনে দাঁড়িয়ে থাকা মেট্রোগুলি চলতে শুরু করেছে। যদিও এখনও মেট্রো চলাচল অনিয়মিত। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় পরিষেবা স্বাভাবিকের পথে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী ট্রেনও অনিয়মিত চলছে। রবীন্দ্র সদন স্টেশনে দুপুর ১টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জন্য মেট্রো চলাচল থেমে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছিল বলে জানা গিয়েছে। মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। খালি মেট্রোটিকে নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় মঙ্গলবার বেলার দিকে ব্রেক খারাপ হয়ে যায়। এর জন্য মেট্রোর রেক এগোনো যাচ্ছিল না। তাই আপ লাইনে পরিষেবা কিছু ক্ষণ থমকে যায়।
রবীন্দ্র সদন স্টেশনে যাত্রীদের নামিয়ে মেট্রোটি করে দেওয়া হয়। এর পর সেটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও সেটি ময়দান পর্যন্ত গিয়ে ফের আটকে যায়।
আরও পড়ুন:

টেবিলের মাথায় সিসি ক্যামেরা, কড়া নজরদারিতে চলছে প্রাথমিকে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ পর্ব

মৃত্যুর ২৮ মাস পরে চাঞ্চল্যকর দাবি, ‘খুন করা হয়েছিল’ সুশান্ত সিংহকে! মর্গকর্মীর দাবিতে মৃত্যু রহস্যে নয়া মোড়

কাজের দিনে মেট্রো বিভ্রাটের জেরে বিপাকে পড়েন যাত্রীরা। দক্ষিণেশ্বরের দিকে অর্থাৎ আপ লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। মেট্রো চলছিল না প্রায় ৩০ মিনিট। এর প্রভাব পড়ে ডাউন লাইনের মেট্রো পরিষেবাতেও। খুব ধীর গতিতে চলছিল কবি সুভাষগামী মেট্রো। মেট্রো প্রায় সব স্টেশনেই পাঁচ মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছিল। শেষমেশ কিছু ক্ষণের মধ্যে তাও রাখার সিদ্ধান্ত নেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৮: অযোধ্যাবাসীরাও কি সঙ্গী বনযাত্রায়?

মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়, আপ লাইনে রেক না ঘোরার জন্য কবি সুভাষের দিকে মেট্রো নেওয়া যাওয়া সম্ভব হচ্ছে না। সে কারণে আপ এবং ডাউন দুই পরিষেবাই স্তব্ধ হয়ে যায়। মেট্রোয় আটকে পড়েন বহু যাত্রী। একের পর এক মেট্রো ডাউন লাইনে দাঁড়িয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, খারাপ হয়ে যাওয়া রেকটিকে ময়দান স্টেশনে আটকে পড়েছিল। সেটিকে নোয়াপাড়া নিয়ে যাওয়ার চেষ্টা করা। আপ লাইনে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়। সে সময় অনিয়মিত ভাবে মেট্রো চলছিল ডাউন লাইনেও। অবশেষে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

Skip to content