ছবি প্রতীকী
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। কালীঘাট মেট্রো স্টেশন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ। অফিস যাওয়ার সময়ে এই ঘটনার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন মেট্রো রেল কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করছে। যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য ময়দান থেকে মেট্রো চালানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এই ঘটনার প্রায় ৪০ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এর আগেও একাধিকবার ঘটেছে। কেউ বরাত জোরে প্রাণে বেঁচেছেন, কারও আবার মৃত্যু হয়েছে। সোমবারই গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ৫৫ বছরের এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেদিনও আত্মহত্যার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল। গত পাঁচ দিনে এই নিয়ে দ্বিতীয় বার ঘটল এমন ঘটনা। এবার আত্মহত্যা রুখতে মেট্রো রেল কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে।