শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

পরিকল্পনা ঠিক মতো এগলে এ বছরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। বুধবার কলকাতা মেট্রো এমনটাই জানিয়েছে। বুধবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোর দু’টি রেক নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে পৌঁছয়। তার একটিতে ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়শঙ্কর রেড্ডি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন রুটে এখনই পরীক্ষামূলক ভাবে মেট্রো চলাচল করবে না। এখন নানা ভাবে পরীক্ষা-নিরীক্ষা চলবে। তার পরই যাত্রীদের জন্য বাণিজ্যিক ভাবে খোলা হবে হাওড়া ময়দানগামী মেট্রোর দরজা। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জিএম জানিয়েছেন, “কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী ৭ মাস ধরে এই ট্রায়াল পর্ব চলবে। এটাও ট্রায়াল রানেরই প্রস্তুতি পর্ব। তবে ট্রায়াল রান নয়।”
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৫: অসুখের শরীর, সমাজের কাছে ভয় নারীর

কলকাতার তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি! বাংলাজুড়ে দহন-জ্বালা পয়লা বৈশাখেই, চরম ভোগান্তির আশঙ্কা

বুধবার মেট্রোর কর্তা সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই গঙ্গার তলা দিয়ে যাত্রীদের নিয়ে মেট্রো ছুটবে। প্রাথমিক পর্যায়ে এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলবে। মেট্রো রেলের মুখ্য জনসংাযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথায়, “কলকাতা মেট্রোর জন্য ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রমের পরে আমরা মেট্রো রেককে নিয়ে যেতে পারলাম হাওড়া পর্যন্ত। ভারতীয় রেল কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে।”
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৫: শরীর ফিট রাখতে রোজ ভিটামিন টনিক খাচ্ছেন?

কন্নড় ছবির শুটিং চলাকালীন আচমকা বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত, চোখ, মুখ, কনুইয়ে চোট

মেট্রোর প্রথম রেকটি বুধবার সকাল ১১টা ৫২ মিনিটে গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পেরিয়ে হাওড়া ময়দানে পৌঁছয়। তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় রেকটি আসে। মেট্রো রেল সূত্রে খবর, এখন রেক দু’টি হাওড়া ময়দান স্টেশনেই থাকবে। সেখান থেকে শুরু হবে ট্রায়াল রান পর্ব।

Skip to content