রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

যাত্রীদের আরও সুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগী হয়েছে। অফিস যাত্রীদের সুবিধার কথা ভেবে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে আরও বেশি ট্রেন চালানো হবে। এর ফলে সকাল এবং সন্ধেবেলায় ভিড় সামাল দিতে পাঁচ মিনিট অন্তর ট্রেন চলবে। মেট্রো রেলের হিসেব অনুযায়ী, এখন রোজ ২৮২টি মেট্রো চলে। আগামী ১ জুলাই থেকে সারাদিনে মোট ২৮৮টি ট্রেন চালানো হবে। সব কটি ট্রেনই কবি সুভাষ স্টেশন থেকে দমদম পর্যন্ত চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোট ১৪৪টি আপ এবং ডাউন ট্রেন চালাবে রেল। ৮৬টি আপ এবং ৮৬টি ডাউন মিলিয়ে মোট ১৭২টি মেট্রো নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর স্টেশনের চলাচল করবে বলে শনিবার কলকাতা মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে । যদিও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে, ছাড়বে সাড়ে ন’‌টায়। শনিবার এবং রবিবার সময়সূচি একই থাকছে, মেট্রোর সংখ্যাও বাড়ছে না। অপরিবর্তিত থাকবে ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবাও।

Skip to content