সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

মঙ্গল ও বুধবার দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বড় বদল করা হয়েছে। বাকি দিনগুলোর তুলনায় মঙ্গল ও বুধবার কম সংখ্যায় ট্রেনও চলবে। গ্রিন এবং ব্লু, দুটি রুটেই দেরিতে প্রথম মেট্রোর যাত্রা শুরু হবে। শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রোর পরিবর্তিত সময়সূচি জানিয়ে দিয়েছে।

অন্যান্য দিনের তুলনায় ওই দু’দিন ট্রেনও চলবে সংখ্যায় কম। শহরে গ্রিন এবং ব্লু, এই দুই রুটেই প্রথম মেট্রোর যাত্রা দেরিতে শুরু হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর পরিবর্তিত সময়সূচি জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
৭ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা, আর পরের দিন হোলি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৬০টি ট্রেন চলবে। ৬০টি ট্রেনের মধ্যে ৩০টি আপ এবং ৩০টি ডাউন রয়েছে। ৬০টির মধ্যে আপ ও ডাউন লাইনে ২৯টি করে মোট ৫৮টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করবে। মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে এই রুটে প্রথম মেট্রো ছাড়বে।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: সর্দি-কাশিতে ভুগছেন? জেনে নিন কোন ঘরোয়া টোটকায় মিলবে আরাম

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক খাবারই বাদ দিতে হয়, তা হলে কী কী খেতে পারেন?

মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছেন, মঙ্গলবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি দুপুর আড়াইটেয় ছাড়বে। বাকি দিনগুলিতে ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিট। ওই একই সময় স্টেশনে আসবে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও। অন্য দিকে, দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন আড়াইটের সময় যাত্রা শুরু করবে। সাধারণ দিনে সকাল ৬টা ৫৫ মিনিট ছাড়ে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটি স্টেশনে প্রবেশ করবে দুপুর আড়াইটেয়। তবে এই রুটে শেষ ট্রেন ছাড়ার সময়ে কোনও পরিবর্তিত হয়নি।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার এই রুটে মেট্রোর প্রথম এবং শেষ ট্রেনের সময়ে পরিবর্তন করা হয়নি। ৮ মার্চ হোলির দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ৯৪ করে আপ-ডাউন ট্রেন চলবে। অর্থাৎ মোট ১৮৮টি ট্রেন চালানো হবে।

যোগা-প্রাণায়াম: শরীর-মনকে সুস্থ রাখতে করুন সুদর্শন ক্রিয়া, বিশ্রাম নিন যোগনিদ্রায়

প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট করিডর (গ্রিন লাইন) রুটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেনের ক্ষেত্রেও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ১০৬টির পরিবর্তে আপ-ডাউন মিলিয়ে ১১টি করে অর্থাৎ মোটে ২২টি ট্রেন চলবে। বেলা ৩টেয় প্রথম ট্রেন ছাড়বে। বেলা ৩টে থেকে রাত ৮টা ২০ পর্যন্ত আধ ঘণ্টার ব্যবধানে ট্রেন চলবে। মঙ্গলবার শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়। বুধবার ওই রুটে মোট ৯০টি ট্রেন চলবে। এ দিন প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন মঙ্গলবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

Skip to content