বর্ষবরণের আনন্দে মাতবে শহরবাসী। কলকাতার নানা জায়গায় অতিরিক্ত ভিড়ের হবে। এই বাড়তি ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো। ১ জানুয়ারি রবিবার সকাল থেকেই মেট্রো চলবে। এমনকি, রবিবারেও ইস্ট-ওয়েস্ট রুটে পরিষেবা চালু থাকবে নতুন বছর শুরুর আগে সুখবর শোনাল মেট্রো রেল। যাত্রীদের সুবিধার্থে ১ জানুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে চালু হয়ে যাবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন মূলত ১ জানুয়ারি শহরমুখী অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে।
দমদম থেকে কবি সুভাষ স্টেশনের সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে মেট্রো ছাড়বে। সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ উদ্দেশ্যে প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-২৩: কাননদেবী এই প্রথম ক্যারেক্টার রোল করতে নামলেন ‘মেজদিদি’ ছবিতে
চলো যাই ঘুরে আসি: বাংলা— ‘পথে পথেই দেশ…’
দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (গ্রিন লাইন) শুধু আগামী রবিবারের জন্য ৪৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। গ্রিন লাইনে শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে সকাল ৯টায় ছাড়বে প্রথম মেট্রো। আর শিয়ালদহ এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।